মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে নলডাঙ্গা ভূষণ হাই স্কুল অডিটরিয়ামে এই সভার আয়োজন করে পৌর বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন— “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি তারিখ নয়, এটি স্বাধীনতা, গণতন্ত্র ও ঐক্যের প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূলের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন—“আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ঐক্যই হবে চূড়ান্ত শক্তি।”সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেন, অহেদ আলী লস্কর, মোহাম্মদ আলী জিন্নাহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন— “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এদিনই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল, যা আজও আমাদের সংগ্রামের অনুপ্রেরণা।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন -  www.torrongonews.com