মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক আমাদের কন্ঠ ও গ্রামের কন্ঠ প্রত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান সনেটের উপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত উপজেলার বারোবাজারের বাদেডিহী গ্রামের মৃত ফসিয়ার আলীর ছেলে সন্ত্রাসী আনোয়ার হোসেন আনারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ, গত ২২ অক্টোবর মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বারবাজার মাজার রোডে আনোয়ার হোসেন নামে এক সন্ত্রাসী সনেটকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুত্বর জখম অবস্থায় রাতেই তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক সনেট দৈনিক আমাদের কন্ঠ ও গ্রামের কন্ঠ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি। হামলার ঘটনায় ২৩ অক্টোবর বুধবার সকালে সনেট বাদী হয়ে একজনকে আসামী করে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক আসাদুজ্জামান সনেট জানায়, গত ২২ অক্টোবর মঙ্গলবার রাত ১০ টার দিকে বারবাজার গাজী কালু চম্পাবতি মাজার সড়ক দিয়ে বাদেডিহি গ্রামের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে সন্ত্রাসী আনোয়ার হোসেন আনার (২৬) তার পথরোধ করে। এ সময় সাংবাদিক সনেট গতি রোধের কারন ও তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্টের কারনও জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও এক পর্ষায়ে আনোয়ারের কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সনেটের মাথায় কোপ মারে। আহত সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী আনার পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে সাংবাদিক সনেটের উপর হামলার শুনে, রাতেই স্থানীয় সাংবাদকর্মী ও থানা পুলিশ ছুটে যান। তারা চিকিৎসার খোজখবর এবং ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানান।
গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মামলার আসামি আনার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আসামি আনোয়ার হোসেন আনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন -  www.torrongonews.com