কুষ্টিয়া প্রতিনিধিঃরক্তদানে হয় না ক্ষতি" চোখ ছুয়ে যাক চোখের জ্যোতি" প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে মেডিকেল কলেজের মাল্টিপারপাস হলরুমে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আনোয়ারুল কবীর ও উপপরিচালক ডা: আনোয়ারুল ইসলাম। সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব ডা: এস এম খসরুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: আবদুল মান্নান, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা: মুকাররাবিন হক নিবিড়সহ জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবনের প্রতি এক অসীম মানবিক দায়িত্ব ও সামাজিক কর্তব্য। একজন রক্তদাতা যেমন অন্যের জীবন বাঁচান, তেমনি নিজের শরীরেও নতুন রক্ত তৈরির মাধ্যমে সুস্থতা বজায় রাখেন। তিনি আরো বলেন, মরণোত্তর চক্ষুদান অন্ধ মানুষের জন্য নতুন আলোর দিগন্ত উন্মোচন করে। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হওয়া।
এদিকে আলোচনা সভায় বক্তারা রক্তদান ও চক্ষুদান কার্যক্রমকে আরও সম্প্রসারণের আহ্বান জানান এবং এ বিষয়ে সচেতনতামূলক প্রচার জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এ আয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, রক্তদাতা সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com