সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট শহরের প্রাকৃতিক খাল ও জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দশানীর ধানসিঁড়ি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর যৌথ উদ্যোগে।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে, সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বক্তারা শহরের খাল ও জলাশয় দখলমুক্ত করে সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য প্রাকৃতিক জলাধারগুলো রক্ষা করা এখন সময়ের দাবি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com