ইয়ামিন হোসেন, ভোলা: জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চুপ্পুর হাত থেকে জুলাই সনদ নেওয়া আর আত্মহত্যা করা সমান কথা।
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা এ ভোলায়। ৫৬জন মানুষ শহীদ হয়েছে সেই শহীদের পরিবার যদি জানে চুপ্পুর হাত থেকে জুলাই সনদ নেওয়া হয়েছে তাহলে তারা নদীতে পড়ে আত্মহত্যা করবে।
রবিবার বেলা ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া অতি দ্রুত তার অর্ডার জারি করতে হবে। এই আদেশ দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু অনেকে এই আদেশ চুপ্পুর হাত থেকে নিতে চায়। হাসিনার আমলে ২ হাজার মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এখন বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপ্পুর কাছ থেকে এর চেয়ে আত্মহত্যা করা ভালো। যদি এ আদেশ চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? এটা গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা।
এ সময় তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও ভোলার স্বাস্থ্য বিভাগ উন্নতি করণের লক্ষ্য কাজ করবে এনসিপি।
মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, সহকারী এর্টনি জেনারেল ডা. মাহমুদা আলম মিতু, ফয়সাল মাহমুদ শান্তপ্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন -  www.torrongonews.com