এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই-এর বিরুদ্ধে গভর্নিং বডির সহ-সভাপতি মো. আব্দুল হান্নান গংদের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন অধ্যক্ষ মো. আব্দুল হাই।
শুক্রবার (৩১ অক্টোবর) নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মো. আব্দুল হাই বলেন, “গত ২৫ অক্টোবর গভর্নিং বডির সহ-সভাপতি মো. আব্দুল হান্নান সহ কয়েকজন ব্যক্তি আমার বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমার সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “অভিযোগের জবাবে আমি তথ্য-প্রমাণ সহ সাংবাদিকদের সামনে সত্য তুলে ধরেছি। এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
উল্লেখ্য, গত বুধবার (২৫ অক্টোবর) নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আব্দুল হাই এর বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, জালিয়াতি, নিয়োগ বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ এনে গভর্নিং বডির সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান সহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন ও মানববন্ধণ করেছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com