৩১ অক্টোবর, ২০২৫ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সৈয়দ জয়নুল আবেদীন এর পক্ষে বিশাল নির্বাচনী মটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
শোডাউনটি জুরাইন রেল গেইট থেকে শুরু হয়ে দোলাইপাড়, যাত্রাবাড়ী, মিরহাজিরবাগ, দয়াগন্জ, ঘুন্টিঘর গেন্ডারিয়া, পোস্তগোলা, রাজাবাড়ি, লাল মসজিদ,শ্যামপুর মডেল কলেজ,বরইতলা,
নামাশ্যামপুর, মেরাজনগর, রসুলবাগ, চব্বিশফুট, জাপানিবাজার, শনির আখড়া, গোয়ালবাড়ি মোড়, দনিয়া এ. কে স্কুল রোড হয়ে ঢাকা -০৪ নির্বাচনী আসনের (শ্যামপুর,কদমতলী, যাত্রাবাড়ী আংশিক) প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুরাইন মাজার মসজিদ গেইট এর সামনে এসে শেষ হয়।
মোটরসাইকেল শো- ডাউন শেষে সংক্ষিপ্ত আকারে ব্যক্তব্য রাখেন ঢাকা -০৪ আসনের জামায়ােতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সৈয়দ জয়নুল আবেদীন।
তিনি বলেন, এই আসনের সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি। সেই অনুযায়ী আমাদের রোড ম্যাপ তৈরি করা আছে। আপনাদের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে এলাকায় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,দখলদারী,দুর্নীতি নির্মূলে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। নাগরিক সুবিধার সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। জুলাই সনদ সম্পর্কিত গণভোট নির্বাচনের আগেই যাতে অনুষ্ঠিত হয় এই দাবী জানান। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে,এমনকি মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে এই আসন থেকে তিনি নির্বাচিত হবেন বলে আশাবাদী।
আনুমানিক ২০০ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্তিত ছিলেন মো. আব্দুর রহিম জীবন আসন পরিচালক ঢাকা ৪, মোহাম্মদ মহিউদ্দিন সদস্য সচিব ঢাকা ৪, মো শাহিন আহমেদ খান পল্টন থানা আমির ও কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ,মাওলানা জাকিরহুসাইন, যাত্রাবাড়ী- শ্যামপুর থানা আমির , মাওলানা আব্দুর রব ফারুকী আমির শ্যামপুর পশ্চিম থানা, মো কবিরুল ইসলাম আমির কদমতলী পশ্চিম থানা, মোঃ হাবিবুর রহমান আমির কদমতলী পশ্চিম থানা , ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন আমির কদমতলি মধ্য থানা , মোঃ নওশাদ আলম ফারুকী আমির যাত্রাবাড়ী দক্ষিণ থানা ,মোঃ আসাদুল্লাহ শেখ আহবায়ক প্রচার মিডিয়া বিভাগ ঢাকা ৪ আসন, মোঃ আব্দুর রহমান সদস্য সচিব, প্রচার মিডিয়া বিভাগ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com