আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :কেএমপি’র খুলনা সদর থানা পুলিশ ২৯ অক্টোবর ২০২৫ তারিখ রাতে বার্মাশীল রোডস্থ এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক কারবারি ১) পলাশ কুমার দাশ (৪১), পিতা-প্রবীর দাশ, সাং-৮নং সামছুর রহমান রোড, থানা-খুলনা সদর, ২) তাইমুন শেখ (৩৭), পিতা-মোঃ আক্তার হোসেন, সাং-১৪/৩, পূর্ব বানিয়াখামার, থানা-খুলনা সদর, ৩) দেব্রত দত্ত (৪৪), পিতা-দুলাল দত্ত, সাং-উত্তর কাঠিয়া, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-ইকবাল নগর, থানা-খুলনা সদর, ৪) উজ্জল সেন (৪০), পিতা-মৃত: শ্যামল সেন, সাং-পুড়াটি, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-দোলখোলা, থানা-খুলনা সদর এবং ৫) কাওছার আলম (৬০), পিতা-মৃত: শফি আলম, সাং-মুন্সীপাড়া ২য় গলি, থানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের হেফাজত হতে ২৮ লিটার মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com