সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: “ভাত নয়, বেড়িবাঁধ চাই” এই জোরালো দাবিকে সামনে রেখে বাগেরহাটে নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করা হয়।
বছরের পর বছর ধরে ঘষিয়াখালি চ্যানেলের ভাঙনে শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। এছাড়া লবণাক্ততা ও দূষণের কারণে নিরাপদ পানির সংকট চরম আকার ধারণ করেছে।
গণশুনানিতে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর আবদুল অদুদ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।
বক্তারা বলেন, রোমজাইপুরের মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা ও পুনর্বাসন এখন সময়ের দাবি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com