সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে মোল্লাহাট উপজেলা বিএনপি।
মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি, শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম.এ. সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতা বাঙালি জাতির গৌরবের ইতিহাস। তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের নতুন প্রজন্মের উচিত মুক্তিযোদ্ধাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখা।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com