শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বির্স্তীণ আড়িয়ল বিলের পানি নামছে। এখন হেমন্তাকাল। অধিকাংশ জমিতে কোমর কিংবা বুক সমান পানি দৃশ্যমান। কম পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শামুক কুড়িয়ে স্থানীয় পাইকারের কাছে বিক্রি করছেন স্থানীয়রা। ৫০ কেজি ওজনের প্রতি বস্তা শামুক কেনাবেচা হচ্ছে ৪০০ টাকা।
আড়িয়ল বিল এলাকার আলমপুর, শ্রীধরপুর লস্করপুরসহ বিভিন্ন স্থানে শামুক বিক্রির টাকায় প্রায় শতাধিক পরিবার সংসারের অতিরিক্ত খরচের অর্থের যোগান দিচ্ছেন। ভরা বর্ষায় এই অঞ্চলের প্রায় ৫ শতাধিক পরিবারের সংসার চলে শাপলা বিক্রি টাকায়।
জানা গেছে, দিনের শুরুতে সূর্য উঠার আগে ডিঙ্গি কোষা নৌকা নিয়ে আড়িয়ল বিলে জলমগ্ন জমিতে শামুক কুড়ান স্থানীয়রা। কুড়ানো শামুক নিদিষ্ট পাইকারের কাছে বিক্রি করছেন তারা। বর্ষা মৌসুমে আড়িয়ল বিল এলাকায় কয়েক মাস কৃষি জমি পানিতে ডুবে থাকায় তেমন কোন কাজকর্ম থাকে না তাদের। তাই নি¤œআয়ের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো আড়িয়ল বিলে মাছ শিকার, শাপলা ও শামুক কুড়িয়ে জীবন নির্বাহ করেন। এখন শাপলার সিজন প্রায় শেষের দিকে। তাই বিকল্প আয়ের উৎস হিসেবে শামুক কুড়াচ্ছেন অনেকে। একেকজন শামুক কুড়িয়ে দিনশেষে ১০০০ থেকে ১৫০০ টাকা আয় করতে পারছেন।
স্থানীয়রা বলেন, বাজারে শাক-সবজি, খাদ্য দ্রব্যসহ নিত্যপণ্যে দাম বেশী। এ পরিস্থিতিতে সংসারের বাড়তি অর্থের যোগান দিতেই শামুক বিক্রি করছেন। বিনা পুঁজিতে একাজে আয়ও ভালোই হচ্ছে। মাছের খাদ্য হিসেবে শামুকের ব্যাপক চাহিদা ব্যাপক।
সরেজমিনে দেখা গেছে, হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের পাশে আলমপুরে নৌকা থেকে শামুক নামিয়ে বস্তাবন্দি রা হচ্ছে। একজন শ্রমিক বলেন, এ বছর লোক কম তাই শামুকও আসছে কম। প্রতি বস্তা শামুক কেনা হচ্ছে ৪০০ টাকা দরে। দৈনিক প্রায় অর্ধশতাধিক বস্তা শামুক সংগ্রহ করা যাচ্ছে।
লস্করপুর এলাকার তাছলেম মোড়ল নামে একজন বলেন, শাপলার সিজন শেষের দিকে। তাই বিলের পানি নামার আগ মূহুর্ত শামুক বিক্রি করা হবে। একেকজন সকাল-বিকাল ৩-৪ বস্তা শামুক কুড়াতে পারেন। পাইকার জসিম ও হেলাল বলেন, এসব শামুক সংগ্রহ করে খুলনার বিভিন্ন চিড়িংর ঘেরে বিক্রি করেন। ঘের সংশ্লিষ্টরা মাছের খাদ্য হিসেবে শামুক প্রক্রিয়াজাত করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com