জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে কালিহাতী ফাতেহা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌর সভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন।
অপরদিকে, দুপুরে বেতডোবা তাঁর নিজ বাসবভনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
দোয়া মাহফিলে কালিহাতী পৌর সভার সাবেক
কমিশনার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার মেয়ে সোনিয়া হালিম, এলেঙ্গা পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোকাজ্জল হোসেন,উপজেলা যুবদল নেতা মোঃ আল মামুন, ময়মনসিংহ বিভাগীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আব্বাস আলী তালুকদার প্রমুখ।
ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। কালিহাতীর জনগণ পরিবর্তন চায়, তারা বিএনপির নেতৃত্বে সেই পরিবর্তনের পথে এগিয়ে যেতে প্রস্তুত।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com