রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের মোট ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গতরাতে দায়িত্বরত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১২১টি স্থির-ডানাযুক্ত মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) শনাক্ত করে ধ্বংস করেছে।
মন্ত্রণালয় জানায়, এর মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত হয়েছে রোস্তভ অঞ্চলে, ১৯টি ভলগোগ্রাদে, ১৭টি ব্রায়ানস্কে, ১২টি কালুগায়, ১১টি স্মলেনস্কে, ৯টি বেলগোরদে, আরও ৯টি মস্কো অঞ্চলে—যার মধ্যে ৭টি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল।
এ ছাড়া ৮টি করে ড্রোন গুলি করে নামানো হয় ভোরোনেজ ও লেনিনগ্রাদ অঞ্চলে, ২টি নভগোরদে, ২টি রিয়াজানে, ২টি তামবোভে, এবং একটি করে ড্রোন টভার ও তুলা অঞ্চলে ভূপাতিত করা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোন হামলার ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com