হিলি প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা হলো আমাদের সবচেয়ে গর্বের ধন। কারণ ১৯৭১ সালে দেশ স্বাধীন করার সুযোগ, ৫২ সালে ভাষা আন্দোলনের জন্য রক্ত দেয়ার সুযোগ আর কেউ পাবে না। তাই আমরা যে অবস্থানেই থাকি না কেন- আপনাদের সম্মান দেখানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।
আজ শুক্রবার কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে হিলিতে মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি. মতবনিমিয় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ বিপুলের সঞ্চলনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, বীর মুক্তিযোদ্ধা শামসুল হকসহ অনেকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com