আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সবুজ পল্লী এলাকায় স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ৪ নম্বর কাশেম সড়কে উক্ত ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম -- ডলি বেগম (৫০)। তিনি একই এলাকার মোঃ নাজমুল হাসান মোল্লার স্ত্রী।
এব্যাপারে কথা হয় লবণচরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুমের সঙ্গে। তিনি মুঠোফোনে তরঙ্গ নিউজ প্রতিবেদককে বলেন, এলাকাবাসীর নিকট ডলি বেগমের মৃত্যুর খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত নাজমুলকে হেফাজতে নেয়।
ওসি সানওয়ার আরও বলেন, নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে নাজমুল হাসান ফল কাটার ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমকে জবাই করে হত্যা করেন। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে দেখতে পান।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং খবর দেয় পুলিশকে।
খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত নাজমুলকে হেফাজতে নেয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com