কিশোর ডি কস্তা, বিশেষ প্রতিনিধি: কিছু অমানুষ এর বিবেক বুদ্ধি মনে হয় মরে গেছে।
দিন দিন আমরা মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি। মহিলারা মৃত্যুর পরে ও কিছু নরপিশাচ এর হাত থেকে কিছুতেই রেহাই পাচ্ছেনা। নৈতিকতা আজ চরমভাবে বিপন্ন হয়ে গেছে। রবিবার (২১ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশকাটা ঘরে ঘটল ঘৃনীত ও লজ্জাজনক ঘটনা।
ঘটনাসূত্রে জানা যায় হালুয়াঘাট ঘোষবেড় গ্রামে নূর জাহান হাসি (২০)নামের একজন কলেজ শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। চিরকুটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য সকাল ১১ টার সময় লাশ বহনকারী ডোম আবু সাঈদ কে দিয়ে ময়মনসিংহ মর্গে লাশ পাঠায়। রাতে আবু সাঈদ মর্গে ডুকে মৃত হাসিকে ধর্ষণ করে। ডা: আল মামুন পোস্টমর্টেম করার সময় বুঝতে পারেন মৃত মেয়েটি কে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি হালুয়াঘাট ও কোতোয়ালী মডেল থানার পুলিশ কে জানানো হলে পুলিশ সন্দেহ জনক ভাবে আবু সাঈদ কে জিজ্ঞাসাবাদ করলে আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৮৫, তারিখ-২১/১০/২০২৫ ইং।ডোম আবু সাইদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।আসামি আবু সাঈদ (১৯), হালুয়াঘাট খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। এই জঘন্য ঘটনাটি সমাজে নৈতিক অবক্ষয়ের এক ভয়াবহ উদাহরণ। মৃত্যুর পরও একজন নারী নিরাপদ নয় এই চিত্র আমাদের বিবেককে চরমভাবে লজ্জিত করেছে ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com