জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া এ সরকারের এজেন্ডা বলে মনে হচ্ছে। দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অশান্তির জন্য নোবেল থাকলে তা এ সরকার পেতে পারে। জি এম কাদের আরও বলেন, সরকারের কাছে আবেদন, “আপনারা নিরপেক্ষ নন, আপনারা চলে যান। একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেশকে দিন। যারা নিরপেক্ষ নির্বাচন দিবে।”
তিনি বলেন, প্রয়োজনে আমরা মাঠে নামবো। কিন্তু পাতানো খেলার নির্বাচন হতে দিবো না। যত দ্রুত সম্ভব এ সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন ভোট হবে না। আমাদের বাদ দিয়ে যে সংস্কার হতে যাচ্ছে তা হবে না। তিনি বলেন, বিগত নির্বাচনে যাদের ৫০ ভাগের বেশি ভোট ছিলো তাদের বাদ দিয়ে নির্বাচনের দিকে যাচ্ছে বর্তমান সরকার। এর ফলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সামনের নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়। নির্বাচন নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক কাঠামো করেছে সরকার।
তিনি জানান, একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। সংবিধানের বাইরে গনভোট হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com