ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় মাইক্রোবাস-মোটরসাইলে সংঘর্ষ: আহত ২


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় চলন্ত মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে মশিউর রহমান (৪০) ও শামীম আহমেদ (৩৫) নামে ২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া যাত্রীছাউনীর সামনে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমান গাইবান্ধার মোজাম্মেল হকের পুত্র ও শামীম আহমেদ একই এলাকার শফিউল হকের পুত্র। তারা মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাঁসাড়া যাত্রীছাউনীর সামনে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এলিট ফোর্সের মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-৫৩৭৭১৯) হঠাৎ ডাক দিকে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল-৩৯৯০৭৩) সজোরে ধাক্কা খায়।
এতে বাইকের দুই আরোহী ছিটকে সড়কে পড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



