দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অবশেষে তাদের কন্যা ‘দুয়া’র মুখ প্রকাশ্যে নিয়ে এসেছেন। এবারের দীপাবলির উৎসবে প্রথমবারের মতো মা-বাবা আর ছোট্ট দুয়া একসঙ্গে ধরা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
দীপাবলির সাজে মা ও মেয়ের রঙের মিল চোখে পড়ার মতো। দীপিকা ও দুয়া দুজনেই পরেছেন লাল রঙের জমকালো চুড়িদার। ছোট্ট দুয়ার হাতে সোনার গয়নার ঝলক, আর মাথায় ঝুঁটি বেঁধে দেয়া। অন্যদিকে রণবীর সিং পরেছেন সাদা ও ঘিয়ের মিশেলে শেরওয়ানি, যা পারিবারিক মিলের মধ্যে নতুন উৎসবের ছোঁয়া এনেছে।
ছবিগুলোতে দেখা গেছে, ছোট্ট দুয়া হাসছে, কখনও বাবা-মার দিকে তাকিয়ে কৌতূহল দেখাচ্ছে। রণবীর ও দীপিকা দু’জনেই মেয়েকে আদর ও ভালোবাসায় সিক্ত করেছেন। এই মুহূর্তগুলি শেয়ার করে তারা লিখেছেন, দীপাবলির শুভেচ্ছা।
অনেক অনুরাগী বলছেন, দুয়া হুবহু মায়ের মতো, আবার কেউ বলছেন রণবীরের আদল স্পষ্ট।
উল্লেখ্য, গত বছরের দিওয়ালিতেই এক মাস বয়সি মেয়ের ছোট্ট পায়ের ছবি শেয়ার করে কন্যার নাম জানিয়েছিলেন দীপবীর। এরপর চলতি বছরের ক্রিসমাসে অনেকেই আশা করেছিলেন রণবীর-আলিয়ার মতো করেই মেয়েকে সামনে আনবেন তাঁরা, কিন্তু সে সময় মেয়ের নাম লেখা একটি ক্রিসমাস ট্রি-র ছবিতেই সীমাবদ্ধ ছিলেন তাঁরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com