কুষ্টিয়া প্রতিনিধি: বাংলা সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম পুরোধা বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজনে, লালন একাডেমি ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় লালন মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবস। ভার্চুয়ালীভাবে ১ম দিনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

এ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে স্বাগত বক্তা ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহা পরিচালক কবি রেজা উদ্দিন, মূখ্য আলোচক ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী, আলোচক ছিলেন, কবি ও চিন্তক ফরহাদ মজহার, সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মফিদুর রহমান, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আকতার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম প্রমূখ।
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উৎসবের আজ দ্বিতীয় দিন। সাধু ভক্তদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে সাইজির আখড়াবাড়ি। দেশ বিদেশ থেকে লালনের সাধু ভক্তরা এসেছে ভবের হাটে। খন্ড খন্ড ভাবে আসন গেড়ে বসে চলছে গানে গানে লালনের জাতপাতহীন, মানবতাবাদী, অহিংসদর্শনের প্রচার। সাইজির রেখে যাওয়া এ আধ্যাত্বিক বানী আয়ত্ব করলেই হবে মানব কল্যান, মিলবে মুক্তি, এমনটাই মনে করেন লালন অনুসারি ও গবেষকরা।
এসময় প্রধান অতিথি বলেন, “লালন সাঁই ছিলেন মানবতার গায়ক। তাঁর দর্শন আজও আমাদের সমাজে সাম্য ও সহনশীলতার বাণী ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানের উদ্বোধনে যোগ দিয়ে বিশ্ব বরেণ্য গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী বলেন, লালন সাঁইজির আধ্যাতিক বানীগুলোয় বলে দেয় তিনি অনন্য এক ও অদ্বিতীয়। তার ভাবধারায় নিমজ্জিত হলেই মিলবে মুক্তি।
মৎস্য ও প্রানী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, লালনের বানী ও ভাবধারাকে সংরক্ষন ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কাজ করবে সরকার।
এদিকে গবেষকরা মনে করছেন, লালন দর্শনের সত্যতা ও গভীরতা সঠিক ভাবে ধারন করতে পারলেই সমাজ থেকে দূর হবে হিংসা-বিদ্দেশ, হানাহানি।
প্রসঙ্গত: যদি তরীতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ। সেই সাধুর সঙ্গ পেতেই সাইজির বারামখানায় ছুটে এসেছে সাধু-বাউলেরা। খন্ড খন্ড ভাবে আসন গেড়ে বসে চলছে গানে গানে লালনের জাতপাতহীন, মানবতাবাদী, অহিংসদর্শনের প্রচার। কালিগঙ্গা নদীর তীরে বসেছে সাধুর মেলা। ভবের হাটের এই মিলনমেলায় জাতপাত-ধর্ম বর্ন মিলে মিশে হয়েছে একাকার। সাইজির রেখে যাওয়া এসব আধ্যাত্বিক বানী আয়ত্ব করতে পারলেই হবে মানব কল্যান, মিলবে মুক্তি, এমনটাই বলছেন আখড়াবাড়িতে আসা সাধু-বাউলেরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com