আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

0
91

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে । ফলে কিছু দিনের জন্য ভোটারদের কদরও বাড়তে শুরু করেছে। প্রার্থীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আত্মীয়তার সম্পর্ক গুলো আলোচনায় আসে। আলোচনায় আসে প্রার্থীর এলাকার ইমেজ প্রসংগ । এরপর প্রার্থী নিয়ে ভোটারদের মাঝে সমালোচনা শুরু হয়।

ইতিমধ্যে ইউপি নির্বাচন বিষয়টি এখন উপজেলার সর্বত্রই ভোটারদের মুখে মূখে। এরই আলোকে স্বরমুশিয়া ইউনিয়ন ঘুরে সাধারণ ভোটারদের তথ্যমতে, ফেসবুক স্ট্যাটাস, পোস্টার, অনলাইন, প্রিন্টিং পত্রিকা এবং সম্ভাব্য প্রার্থীরা নিজেকে প্রার্থী ঘোষণার প্রেক্ষিতে বেশ কয়েক প্রার্থীর নাম নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য নির্বাচনের তারিখ জানার পর থেকেই ভোটারদের মাঝে নির্বাচনী হাওয়া লাগতে শুরু করেছে। নির্বাচনে এবার প্রার্থীর সংখ্যাও অন্যবারের তুলনায় অনেক বেশি বলেই মনে করছেন সাধারণ ভোটাররা।

এলাকার তথ্যমতে, এবারের ১নং স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ: ছাত্তার, সাবেক চেয়ারম্যান,উপজেলা তাঁতী লীগের সভাপতি জয়নাল আবেদিন, দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো: আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আজিজুল হক আহমেদ পালন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম সামরোজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বিএনপি নেত্রী লিপি আক্তার রুনা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী, ব্যাবসায়িক হাজী আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিক, সাবেক চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা ইসলাম উদ্দিন, আ’লীগ সাধারণ সম্পাদক শেখ নুর মোহাম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মুখলেসুর রহমান পরশ।

প্রার্থীদের সাথে নির্বাচন প্রসঙ্গে কথা বললে তারা জানান, নির্বাচন পরিবেশ সুস্থ থাকলে তারা নির্বাচনে অংশগ্রহণে আশা প্রকাশ করেন।