শ্রীনগরে বিলপাড়ে শাপলা বিকিকিনি

0
90

আরিফুল ইসলাম শ্যামল: আমাদের দেশে নানা প্রজাতির ফুল রয়েছে। তার মধ্যে শাপলা ফুল অন্যতম। শুধু তাই নয় বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান এই শাপলা ফুল। পুকুর, দিঘি, খালবিল, ডোবা প্রভৃতি জলাশয়ে সাদা পাপড়ির বিছানা মেলে বিকশিত হয় এই পুষ্প। শাপলা আমাদের জাতীয় ফুল। প্রাকৃতিক নিয়মে এর জন্ম এবং বৃদ্ধি ঘটে। বর্ষার মাঝামাঝি থেকে শুরু করে শরৎকাল শেষ হওয়া পর্যন্ত এখানকার বিলে প্রচুর শাপলা ফুল পাওয়া যায়। তবে এবছর অতিবন্যায় বিলে শাপলার তেমন দেখা মেলেনি।

পানি বৃদ্ধির সাথে সাথে সাঁতার কেটে টিকে থাকতে পারেনি শাপলা। বেশী পানির কারণে শাপলা ডুবে নষ্ট হয়ে গেছে। এখন বন্যার পানি নামতে থাকলে বিলেগুলোতে কিছু শাপলা দেখা যাচ্ছে। মানুষের খাদ্য হিসেবে সবজির চাহিদা পূরণে বিলের শাপলা কুড়িয়ে অনেকেই সংসার চালাচ্ছেন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিখ্যাত আড়িয়লবিলসহ বিভিন্ন চক/বিলে শাপলা কুড়াতে দেখা যাচ্ছে। দিনের শেষ বিকেলে এসব কুড়ানো শাপলা বিলপাড়েই বিকিকিনি হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার আলামপুর, শ্রীধরপুর, গাদিঘাট, ষোলঘর, বীরতারাসহ বিভিন্ন এলাকার বিলপাড়ের রাস্তার পাশে ডিঙ্গি নৌকা ভর্তি শাপলা। পাইকারের অপেক্ষায় এসব শাপলা নিয়ে অপেক্ষা করছেন স্থানীয়রা। জানা যায়, করোনা ও বন্যাকালীন সময়ে কর্মহারা নিম্নআয়ের মানুষগুলো বিনা পুঞ্জিতে জীবীকার টানে কিছুটা আয় করার লক্ষ্যে শাপলা কুড়ানোর কাজ করছেন। এখানকার বিলগুলোতে এখনও ৫/৬ হাত পানি থাকায় আরো কিছুদিন বিলে শাপলা কুড়াতে পারবেন তারা।

এসময় আড়িয়লবিল পাড়ের আলামপুর এলাকার নয়ন (২৭), রঞ্জিত (৪০), গিয়াসউদ্দিন (৩৫), মোজাম্মেল (৪০) সহ বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, তারা অন্য কাজ করতেন। করোনাকালীন সময়ে তারা কর্মহারা হয়ে পরায় বাধ্য হয়েই শাপলা কুড়িয়ে আয়ের পথ বেছে নিয়েছেন। বিলের মধ্যে কয়েক ঘন্টা শাপলা কুড়িয়ে দিনের শেষে বিকালে তীরে ফিরে এসেছি। এখন পাইকারদের অপেক্ষায় আছি। একাজে দৈনিক তাদের প্রায় ৫০০-৬০০ টাকা রুজি হচ্ছে জানান তারা। হাঁসাড়া এলাকার জমাতউল্লাহ নামে এক শাপলার পাইকার জানান, বন্যার কারণে এখানকার বিলগুলোতে এবছর শাপলার পরিমান কমে গেছে। এখন কিছু শাপলা দেখা যায়। কুড়ানো শাপলার আঁটি (৫০টি শাপলা) ১২ টাকায় সংগ্রহ করেন তিনি। এসব শাপলা ছোট পিকআপে করে ঢাকার বিভিন্ন পাইকারী বাজারে বিক্রি করেন। শাপলার ব্যবসায় তার মত উপজেলায় বেশ কয়েকজন পাইকার রয়েছেন। শহরের বাজারগুলোতে শাপলার চাহিদা বেশী থাকায় খুচরা বিক্রিতারা প্রতি আঁটি (১০টি করে) বিক্রি করেন ১০/১৫ টাকা করে।