ঢাকা

ধামরাই বড় বাজার মন্দির কমিটির বর্নাঢ্য আয়োজনে শারদোৎসব এর বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র বড় বাজার মহল্লার পাঁচ শত বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির আয়োজনে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদোৎসব -২০২৫ এর বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর -২০২৫) রাত সাড়ে আটটার দিকে বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা: অজিত কুমার বসাক এর সভাপতিত্বে ও উক্ত মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পালের সঞ্চালনায় শুরু হয়।

প্রথমেই পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুরু করেন মন্দিরেন পুরোহিত শ্রী মানিক লাল গোস্বামী। এরপর

বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল ধামরাই পৌরসভাস্হিত গত ২০২৪ সালের দুর্গা পূজার পর থেকে এপর্যন্ত সনাতনধর্মাবলম্বী পরলোকগমনকারী সকলের উপর একটি শোক প্রস্তাব আনেন,উক্ত শোক প্রস্তাবটি বিজয়া পুনর্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত সালের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়,সেইসাথে পরলোকগমনকারী সকলের বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনায় শারদোৎসব -২০২৫ এর বিজয়া পুনর্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালনসহ বিশেষ প্রার্থনা করেন।

প্রারম্ভিক বক্তব্যে দুর্গা দেবীর উপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বড় বাজার দুর্গা মন্দির কমিটির কর্মকর্তা শ্রী রতন চন্দ্র পাল।

এ’সময় উপস্থিত ছিলেন বড় বাজার দুর্গা মন্দির শ্রীনাম সংকীর্তন /বাৎসরিক নামযজ্ঞ উৎসবের সভাপতি শ্রী সুনীল পাল, , মন্দির কমিটির সহ-সভাপতি ও নামযজ্ঞ উৎসব কমিটির সাধারণ সম্পাদক শ্রী নীল রতন পাল, বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির কর্মকর্তা ও বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক শ্রী দেবাশীষ চৌধুরী,

ধামরাই ইসলামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন পাল,গোপনগর নিতাই-গৌর মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজিত পাল,বড় বাজার মন্দির কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সুমন দাস, বড় বাজার মন্দির ও বাৎসরিক নামযজ্ঞ উৎসবের কোষাধ্যক্ষ শ্রী শ্যাম গোপাল পাল,কমিটির কর্মকর্তা শ্রী সঞ্জীব চৌধুরী,শ্রী স্বরাজ পাল, শ্রী দেবাশীষ গোস্বামী, শ্রী শিশির পাল, প্রচার সম্পাদক শ্রী প্রাণ গোপাল পাল পানু, নিমাই চাঁদ সন্ন্যাসী, নিতাই চাঁদ সন্ন্যাসী,, কুমড়াইল টেকপাড়া মন্দির কমিটির কর্মকর্তা শ্রী কার্তিক পালসহ বড় বাজার দুর্গা মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -সদস্যবৃন্দ ও ধামরাই পৌরসভার বিভিন্ন মন্দির থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বড় বাজার দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বড় বাজার মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের বিজয়া পুনর্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেইসাথে আগামীতে ধামরাই পৌরসভার সকল পূজা মন্ডপের কর্মকর্তা – প্রতিনিধিতের নিয়ে আরো বড় পরিসরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।

বিজয়া পুনর্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিগনের মধ্যে অনেকেই শুভেচ্ছা বক্তব্যে অংশ গ্রহণ করেন।

প্রত্যেকের বক্তব্যে একটি বিষয় প্রকাশ পায় শারদীয় দুর্গাপূজার পর এমন একটি অনুষ্ঠান ধামরাইয়ে প্রথম দেখলাম যা আমাদের সকলের ভালোলাগার মনে রাখার মতো একটি অনুষ্ঠান, এরকম অনুষ্ঠানের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ,নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে।এরকম অনুষ্ঠানের আয়োজনের বড় বাজার মন্দির কমিটিকে ও উদ্যোক্তা সাংবাদিক রনজিত কুমার পালকে ধন্যবাদ জানান।

বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানের ও বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা: অজিত কুমার পাল উপস্হিত সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান।সেইসাথে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকলকে ধন্যবাদ ও সকলে সুস্বাস্হ সার্বিক মঙ্গল কামনা করেন।সেইসাথে আসন্ন বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির নামযজ্ঞ উৎসব অনুষ্ঠানে কার্তিক মাসব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠসহ কীর্তনের প্রতিটি পর্বে সকলকে আগাম আমন্ত্রণ জানান।

এই বিভাগের আরও সংবাদ