ঢাকা

ধামরাইয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

রনজিত কুমার পাল( বাবু)সিনিয়র রিপোর্টার:তারণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ও তৃনমুল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে ধামরাইয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ধামরাই পৌরসভার টি এন্ড টি মাঠ (গোয়ারীপাড়া) প্রাঙ্গণে উঠান বৈঠকে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও ঢাকা জেলা কমিটির সভাপতি টি এইচ খসরুর সভাপতিত্বে ও ধামরাই উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি এস,এম মনজুরুল হাসান মনজু এর সঞ্চালনায় উঠান বৈঠকে-
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সদস্য ও কুশুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জামিল হোসেন,ধামরাই উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ কহিনূর আলম,ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার।

ধামরাই পৌর বিএনপির সজীব মিয় সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শতশত নারী-পুরুষ এ’সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদ বলেন- তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অর্থনৈতিক মুক্তি সম্ভব।

এসময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে গণতন্ত্রের চর্চা ও মানুষের অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে সংগঠনকে সুসংহত করতে হবে। দেশ গঠনে অংশ নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে এবং সবার প্রতি সমান সম্মান ও মানবিক আচরণ প্রদর্শন করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ