বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে পিঠ দেখিয়ে ডাক্তারদের প্রতিবাদ

0
31

হাসপাতাল পরিদর্শনে গিয়ে শতশত চিকিৎসাকর্মীর ‘প্রতিবাদী পিঠ’ দেখে ফিরে যেতে হয়েছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেসকে।বিবিসি জানিয়েছে, করোনা ছড়িয়ে পড়ার পর এই প্রথম রাজধানী ব্রাসেলেসের সেন্ট পিটার হাসপাতালে যান সোফি উইলমেস। গাড়িতে করে যখন হাসপাতালের রাস্তা দিয়ে ভেতরে ঢোকেন চিকিৎসকেরা উল্টোমুখ করে পাশাপাশি দাড়িয়ে ‘গার্ড অব ডিজঅনার’ দেন।

প্রতিবাদী ডাক্তাররা জানিয়েছেন, করোনা সামলানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় তারা এভাবে মৌন প্রতিবাদ করেছেন।দেশটিতে করোনা শুরু হওয়ার পর সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মঘণ্টা বাড়ানোয় তারা আরও খেপে যান।এভাবে ‘অপমানিত’ হওয়ার পর উইলমেস নিজেকে সামলে নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করছি এই প্রতিবাদের অর্থ আলোচনায় বসার আহ্বান। মহামারীর পর সবই পাল্টে যাবে।

২০১৯ সালে দায়িত্ব নেয়ার আগে সোফি উইলমেস বেলজিয়ামের বাজেটমন্ত্রী ছিলেন। চার বছরের দায়িত্বে স্বাস্থ্যখাতে অনেক ব্যয় কমান তিনি।ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের সর্বশেষ হিসাব অনুযায়ী, বেলজিয়ামে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৮০ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৫২ জন।

Author