ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আটক ৫


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নিহত সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শহীদ আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, নবযুগ কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আহাদ নূর আহাদকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে সাভারের নবীনগরের ডিওএইচএস-এর আবাসিক এলাকার একটি বাসা থেকে সেনাবাহিনীর সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম ।
এ সময় ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মঙ্গলবার ৭ দিনের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য সাভারের নবীনগর ডিওএইচএস-এর আবাসিক এলাকা থেকে একই হত্যা মামলার এজহারভুক্ত মাম চারজনকে গ্রেপ্তার করা হয়।



