তেজগাঁও থানার ২৫নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: তেজগাঁও থানা ছাত্রদল এর ২৫নং ওয়ার্ড ইউনিটের উদ্যোগে প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের ঐতিহ্য, আদর্শ ও আগামী দিনের পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ সালাহউদ্দিন আহমেদ, সভাপতি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মাহফুজ উর রহমান লিপকন, সাধারণ সম্পাদক, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল মনসুর খান দীপক, সাবেক সভাপতি (অবিভক্ত), ঢাকা মহানগর উত্তর ছাত্রদল; রবিউল আউয়াল ভূঁইয়া রবি, সিনিয়র সহ-সভাপতি; বাবু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক; সাগর আহমেদ মেহেদী হাসান মিম, সাংগঠনিক সম্পাদক;আবু বক্কর সিদ্দিক সুমন, ফখরুল ইসলাম ফাহাদ, ইমাম হোসেন নির্জন, আসাদুল শিকদার, ইমরান খান সনি—সহ-সভাপতি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর।এছাড়াও উপস্থিত ছিলেন মুনতাছির হাসান সোহাগ, আসাদুজ্জামান, আব্দুল হালিম, ও ইউসুফ আহম্মদ ইরফান—যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আকতার হোসেন ফরাজী, সভাপতি, তেজগাঁও থানা ছাত্রদল।সঞ্চালনায় ছিলেন মাহবুবুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক, তেজগাঁও থানা ছাত্রদল।
বক্তারা বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার ও জাতীয় চেতনা রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বলেন, শিক্ষা ও সংগঠনের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে হবে। সভা শেষে তেজগাঁও থানা ছাত্রদল ‘জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ, যা উদ্দীপনা ও ঐক্যের প্রতীক হয়ে ধ্বনিত হয়।



