একটি গোষ্ঠি এখনো নির্বাচন পেছানোর নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে: মীর সরফত


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর, অংশগ্রহনমূলক ও ষুষ্ঠু নির্বাচন হউক। একটি গোষ্ঠি এখনো নির্বাচন পেছানোর নানা ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে এক পথসভায় এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, যারা পিআর বলে নির্বাচনের তালবাহানা করছে, তাদেরকে আমরা রাজপথেই মোকাবিলা করবো। মীর সরফত আলী আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া এখন দলের প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মো. জসিম মোল্লা, জেলার নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শিবলুসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



