কুষ্টিয়া প্রতিনিধি: দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে চেম্বার ভবন ও এর আশপাশে প্রার্থীদের ব্যানার ফেসটুনে সাজানো হয়। নির্বাচনী এলাকার পরিবেশ ঠিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেন।
এই নির্বাচনে "এ" গ্রুপে ১২ পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ তালিকায় ১৮৯৯ জন ব্যবসায়ী ভোটার ছিলেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরবর্তী দুই বছরের জন্য চেম্বারের নেতৃত্বে পরিচালক পদে গোপন বুথে পচ্ছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেন। বিকেল ৪টার দিকে ভোট গ্রহণ শেষ হলে গননার সময় প্রত্যেক প্রার্থীর পক্ষে তিনজনকে রাখা হয়। এছাড়া প্রজেক্টরের মাধ্যমে জনসম্মুখে ভোট গননার দৃশ্যপট দেখানো হয়।
চেম্বার সূত্রে জানা গেছে, এবার বি" গ্রুপে পরিচালক পদে ৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছে। তবে "এ" গ্রুপে ১২ জন একটি গ্রুপে প্যানেল ভিত্তিক প্রার্থী হয়ে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৯ জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ব্যবসায়ী সমাজের বিভিন্ন দাবি-দাওয়া এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
এই নির্বাচনে স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। যারা চেম্বারের নেতৃত্বে আসবে যোগ্য ও দক্ষ নেতৃত্ব, তারা কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে নির্বাচন কমিশনার অ্যাড. মীর ছানোয়ার হোসেন জানান, এ গ্রুপের ১২ পদের বিপরীতে ২১ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এরা হলেন মাহবুবুর রহমান টিপু, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, শফি উদ্দিন, লিটন উজ জামান, হাজী রবিউর রহমান, ইঞ্জি: শাহাবুদ্দীন, আল আমিন রানা, জিহাদুজ্জামান, মঞ্জুরুল হাসান, উত্তম সাহা, শহীদ মুসা মনজু, মামুনুর রশিদ, এস এম আলমগীর আলম, ফুহাদ রেজা ফাহিম, হামিদুর রহমান, খন্দকার জিয়াদুল হক, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, মিজানুর রহমান, হাজী মেজবার রহমান, ইমরান হোসাইন, আক্তারুজ্জামান।
চেম্বারের নির্বাচনে ভোটার হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার দীর্ঘদিন ভোট দিতে না পারলেও এ বছরে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com