জোহরের নামাজ চারি রাকআত কেন?

0
91

হাফিজ মাছুম আহমদ দুধরচকী: জোহরের নামাজ হযরত ইব্রাহীম আলাইহিসসালাম চারি কারণে চারি রাকআত নামাজ পড়িয়াছিলেন। ১ম রাকআত – আল্লাহ তায়ালা তাঁহার কার্যে রাজী থাকার জন্য, ২য় রাকআত – পুত্রের চিন্তায় হৃদয় হইতে দূর হইবার জন্য, ৩য় রাকআত – পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহর জন্য কোরবানী হইতে রাজী হইবার জন্য, ৪র্থ রাকআত – পুত্রের পরিবর্তে বেহেশতের দুম্বা জবেহ হওয়া ও নিজ পুত্রের অব্যাহতি পাওয়ার জন্য।

উক্ত চারি কারণে হযরত ইব্রাহীম আলাইহিসসালাম চারি রাকআত নামাজ শোকরানা নফল স্বরূপ পড়িয়াছিলেন। পরে এই চারি রাকআত আমাদের প্রতি ফরজ হইয়াছে। (এনায়া)।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নামাজের বিষয় গুলো জানার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।

সাবেকঃ- ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।