রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সিসি ক্যামেরায় ভোট গণনাসহ সাত দফা দাবিতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এই স্মারকলিপি প্রদান করে তাঁরা।
প্রস্তাবিত দাবিগুলো হলো, পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবলমাত্র প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া। ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা করতে হবে এবং এজন্য বিশেষজ্ঞ টিম নিয়োগ দেওয়া। কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যার অভিযোগ করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা।প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা। ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখা।
রাকসু নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, তাঁরাও মূলত সেই দাবিগুলো উপস্থাপন করেছে। আমরা সেই পদ্ধতিতেই নির্বাচন আয়োজনের চেষ্টা করব।
স্মারকলিপি প্রদানকালে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদসহ প্যানেলের বাকি পদপ্রার্থীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com