শেখ হাসিনাকে আল্লাহ প্রাণে বাঁচিয়ে রেখেছে বলে সাধারন মানুষ ভালো আছে

0
106

হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ১৭ মে দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মোনাযাত অনুষ্ঠিত হয়েছে।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর স পরিবার নির্মম ভাবে হত্যা করে। তখন শেখ হাসিনা জার্মানী থাকার করনে প্রানে বেঁচে যান। ১৯৮১ সালের ১৭ মে দেশরতœ শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামীলীগের হাল ধরেন। তার পরেও ঘাতকরা বার বার শেখ হাসিনাতে হত্যার চেষ্টা করে, তখনো আল্লাহ রহমাতের চাঁদর বিছিয়ে শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে বলেই আজ সাধারন মানুষ ভালো আছে।

আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে ৫৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও ১০০ জনের মাঝে শিশু খাদ্য বিতরন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

১৭ মে রবিবার বিকাল ৫ টার দিকে হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহাম্মেদ, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল আহাম্মেদ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।