রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে আজ ৩১ আগস্ট রবিবার বার দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৪০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
এছাড়াও গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য ১ লক্ষ ১৩ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, ক্যাপ্টেন মোঃ আবু সায়েম, এবং ক্যাপ্টেন বুসরাতুল জান্নাত। তাঁরা সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্প পরিচালনা করেন এবং রোগীদের চিকিৎসাসেবা প্রদানে প্রত্যক্ষ ভূমিকা রাখেন।
৭ ফিল্ড এম্বুলেন্স এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষের পাশে থেকে সব সময় মানবিক সহায়তা দিয়ে আসছে। আজকের এই মেডিকেল ক্যাম্প তারই একটি বাস্তব উদাহরণ। ধর্ম, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবার জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিসপ্তাহে দুইদিন – রবিবার ও বুধবার এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে অসহায়, দুঃস্থ ও গরীব মানুষজন চিকিৎসাসেবা, ওষুধ এবং প্রয়োজনে আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন। এই কার্যক্রম শুধু শারীরিক চিকিৎসাই নয়, বরং মানসিক ও সামাজিক সহানুভূতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
মমতাজ বেগম (৪৫) একজন রোগী বলেন,আমার অনেক দিন ধরে পেটের সমস্যা ছিল, ঠিকমতো চিকিৎসা নিতে পারিনি টাকার অভাবে। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখিয়েছি, ওষুধও পাইছি। সেনাবাহিনীর এই সাহায্যটা আমাদের মত গরীব মানুষের জন্য অনেক বড় আশীর্বাদ।
নুরুল আমিন (৫২) জানান ,ডাক্তারেরা খুব ভালোভাবে দেখছে, কথা বলছে। আমাদের এলাকার মানুষ তো শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না। সেনাবাহিনী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওনাদের জন্য দোয়া করি।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে পার্বত্য অঞ্চলের মানুষ গভীরভাবে কৃতজ্ঞ। যেসব এলাকায় চিকিৎসা সুবিধা পৌঁছানো কঠিন, সেখানে সেনাবাহিনীর এমন অবদান নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়।
বাংলাদেশ সেনাবাহিনীর এই নিরলস প্রচেষ্টা পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com