পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হবে: খালিদ মাহমুদ

0
85

হিজলা প্রতিনিধি: বরিশালের মেঘনা নদীর তীরবর্তী হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকার নদী ভাঙ্গন পরিদর্শন করেন নৌ পুরবহন পতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি। ১২ সেপ্টেম্বর বরিশালের হিজলা উপজেলার গঙ্গাপুর এলাকা থেকে হরিনাথপুর, মৌলভিরহাট, দূর্গাপুর পুরাতন হিজলা, বাউসিয়া ও আলীগঞ্জ সহ মেঘনা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন, মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকায় হাজার হাজার জনতার সমূর্খে তিনি বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি তাঁর বক্তব্যে বলেন পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হবে। এছাড়ার তিনি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ও স্থানীয় সাংসদ পংকজ নাথ এমপির হিজলা মেহেন্দিগঞ্জ এলাকার বিভিন্ন উন্নয়ন ও তাঁর রাজনৈতিক কর্ম দক্ষতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আগমনে তাকে শুভেচ্ছা জানাতে কয়েক হাজার ট্রলার ও বেডে হাজার হাজর জনতার উপচে পড়া ভিড়। তখনকার নদীতে এলাকার সর্বস্থরের জনতার ভিড়ে মনে হয়েছিল সকলের মাঝে ঈদের আনন্দ বইছে। এসময় উপস্থিত ছিলেন হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট এলাকার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।