গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে মশাল মিছিলের প্রস্তুতির সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাদের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকা থেকে স্থানীয়রা তাদেরকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, সন্ধ্যার পর থেকে অপরিচিত যুবকদের আনাগোনা বাড়ে আজুগিরচালা গ্রামের সামনে। পরে স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া দেয়। এসময় ধাওয়া খেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে গেলেও ৪ জনকে আটকে ফেলেন তারা।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com