ইউএনও ওয়াহিদা খানম আশঙ্কামুক্ত, মাথার সেলাই কাটা হয়েছে

0
91

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম আপাতত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশজুড়ে আলোচিত এই হামলার ঘটনায় ইউএনওর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন জানিয়েছেন, ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রোপচারস্থলের সেলাই কাটা হয়েছে। এর আগে ওয়াহিদার অস্ত্রোপচারস্থল মুখ ও কপালের সেলাই কাটা হয়।

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে বর্তমানে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেনের অধীনে আছেন। শনিবার অধ্যাপক জাহেদ হোসেন গণমাধ্যমকে বলেন, ওয়াহিদাকে হাসপাতালের বেডে দিতে চাইলেও দর্শনার্থীদের ভিড়ের কারণে দিচ্ছেন না। রোগীর ভিড়ে তার শরীরে ইনফেকশন দেখা দিতে পারে। তাই হাসপাতালের হাইডিপেডিন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

জাহেদ হোসেন আরও বলেন, তার ডান দিকটা অবশ। তবে তিনি এখন ডান হাতের আঙুল নাড়াচাড়া করতে পারছেন। ফিজিওথেরাপি দিলে অবশ থেকে তাঁর অবস্থা স্বাভাবিক হতে পারে। তাঁকে এখন নরম খাবার খেতে দেওয়া হচ্ছে।