ময়মনসিংহে দোকানপাট, ব্যবসা প্রতিষ্টান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ

0
98

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ ১৭ মে সোমবার থেকে পুনরায় সকল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কমিটির সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

গণবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন- পবিত্র রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে দোকানপাঠ, ব্যাবসা প্রতিষ্টান, শপিংমল ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তবলী পালন করে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু বিগত কয়েকদিন বাজার ও শপিংমল গুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতীয়মান হয় যে, বাজার, শপিংমল ও ব্যাবসা প্রতিষ্টানে আগত ক্রেতা/ বিক্রেরা সরকার দেওয়া প্রদত্ত শর্ত সম্পূর্ন অবহেলা করছে।

তাই জনসাধারন তথা ময়মনসিংহবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুর ঝুকির কথা বিবেচনা করে করোনা সংক্রান্ত প্রতিরোধে ১৮ই মে ২০২০ থেকে সকল ধরনের দোকানপাঠ, ব্যাবসা প্রতিষ্টান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দোকান, কাঁচাবাজার, ঔষধদের দোকান ও জরুরী পরিসেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।