ইউএনওর ওপর হামলা : রিমান্ড শেষে ২ আসামি কারাগারে

0
88

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার দুই আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইসরাইল হোসেন জানান, শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেনের আদালতে এই মামলায় গ্রেপ্তার দুই আসামি নবীরুল ইসলাম (৩৫) ও সান্টু কুমার দাসকে (৩৩) সাত দিনের রিমান্ড শেষে ডিবি পুলিশ আদালতে সোপর্দ করেন।

বিচারক মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আবু ইমাম জাফরের আবেদন অনুযায়ী, ওই দুই আসামিকে নতুন কোনো রিমান্ডের আবেদন বা অন্য কোনো আবেদন না থাকায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। শুক্রবার বিকেল ৫টায় আসামি নবীরুল ও সান্টু কুমার দাসকে পুলিশ পাহাড়ায় কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই আসামিকে গত শনিবার বিচারকের আদেশে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক সাত দিনের রিমান্ডে নিয়ে গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেল ৪টায় তাদের পুনরায় আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় গ্রেপ্তার অপর আসামি আসাদুল হককে (৩৫) গত ৬ সেপ্টেম্বর আদালত থেকে সাত দিনের রিমান্ড নিয়ে ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল শনিবার আসাদুলের রিমান্ড শেষ হলে তাকে ডিবি পুলিশ আদালতে তুলবে।