Uncategorizedদেশজুড়ে

মায়ের শাসন সইতে না পেরে নান্দাইলে কিশোরীর আত্মহত্যা

  • 106
    Shares

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মায়ের সাথে অভিমান করে দোলেনা বেগম নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দোলেনার মা দোলেনাকে শাসন করে বকা দেয়। দোলেনা তার মায়ের শাসন সহ্য করতে না পেরে মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের পাশে একটি পরিত্যক্ত ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

দোলেনা বেগমকে অনেক খুঁজাখুঁজি করার পরে ঝুলন্ত অবস্থায় পেয়ে তড়িঘড়ি করে সেখান থেকে নামালেও জীবিত পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দোলেনা বেগম ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নপর বিলভাদেরা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।


  • 106
    Shares

Related Articles