বন্যা দূর্গত একটি মানুষও না খেয়ে থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী

0
85

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী জামালপুর: তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বলেছেন, অসহায় বন্যার্ত মানুষের পাশে আছি থাকবো। বন্যা দুর্যোগে নিম্ন আয় ও অসহায় একটি মানুষও না খেয়ে খাকবে না। প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সকল মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছেন। আওয়ামী লীগ দেশের জনগনের কল্যানে দিনরাত কাজ করছে।

আজ শুক্রবার বেলা ১২ টায় উপজেলা কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর শাখার আয়োজনে গ্রামীন ফোনের সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের মাঝে চাল সাড়ে ৭ কেজি,ডাল ১ কেজি,তৌল ১ লিটার,লবন-১কেজি,চিনি-১কেজি,সূজি-আধা কেজি করে এক হাজার বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এ কথাগুলো বলেছেন।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথী তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

এ সময় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর শাখার সাধারন সম্পাদক মাসুম রেজা রহিম,কামরাবাদ ইউপি চেয়ারম্যান মনছুর আলী খান,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ।উক্ত অনুষ্ঠানে জেলা,উপজেলা,পৌর শাখা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।