করোনা জয় করে কাজে যোগদান করেছেন ঢামেক হাসপাতালের পরিদর্শক

0
102

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মহামারী করোনাভাইরাস যুদ্ধ জয় করে আজ রোববার সকালে পুনরায় কাজে যোগদান করেছেন।

ঢামেক হাসপাতালের ইনচার্জ বাচ্চু মিয়া আজ গনমাধ্যমকে জানান, দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সঙ্গে মিশতে হয়। গত ২ মে ঢামেকেই বাচ্চু মিয়া করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করান। একদিন পর রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপর তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন ঢামেক পুলিশ ফাঁড়িটিও লকডাউন করে দেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই তিনি ঢামেকের করোনা ইউনিটের কেবিনে ভর্তি ছিলেন। সেখানে চিকিসাধীন থাকা অবস্থায় আবার করোনা টেস্ট করা হলে তার নেগেটিভ রেজাল্ট আসে। পরে চিকিৎসকরা তাকে রিলিজ দিলে তিনি আজ থেকে কাজে যোগদান করেন।

পুলিশ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, প্রতিটি পুলিশ সদস্য জীবনের ঝুঁকি নিয়েই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।পুলিশের ঘরে বসে থাকার কোন উপায়ও নেই।