কালিয়াকৈর উপজেলা ও পৌর যুদলের কমিটি স্থগিত; অভিনন্দন জানিয়ে আলোচনা সভা

0
83

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনের একদিন পর ৪২ জন নেতা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। যোগ্যদের যথার্থ পদ না দেয়াসহ বেশ কয়েকটি অভিযোগ এনে গত বুধবার বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে এই অভিযোগ পত্রটি জমা দিয়েছেন। একই সঙ্গে তারা এই কমিটির কার্যক্রম স্থগিতের দাবি জানান।

ওই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ওই দুই কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষনা করেছেন যুদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

এর প্রেক্ষিতে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদল বৃহস্পতিবার রাতে এক আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা যুবদলের সভাপতি এবাদত হোসেন ও পৌর যুবদলের সভাপতি হযরত আলী মিলনের যৌথ সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন , জেলা যুবদলের সহ সভাপতি দেওয়ান জসিম উদ্দিন, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শাহিনুর জ্জামান, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক আ: হামিদ, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাআলম, জেলা যুবদলের মৎস বিষয়ক সম্পাদক আলহাজ হোসেন, জেলা যুবদলের সদস্য আব্দুল জালাল উদ্দিন, জেলা যুবদলের সদস্য মমিন হোসেন, জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন,পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি বাবুল সরকার,সাবেক জিএস আলী হোসেন, কালিয়াকৈর কলেজ শাখার সাবেক সভাপতি রাসেল হোসেন, পৌর যুবদল নেতা আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

এ সময় বক্তরা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় নেতারা ঘোষিত কমিটিকে স্থগিত ঘোষনা করাই তৃণমূলের নেতকর্মীরা কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান। সেই সাথে কেন্দ্রীয় বিভাগীয় টিম ও গাজীপুর জেলা যুবদলের সভাপতি/সাধারন সম্পাদকসহ বি এন পির ভারপ্রাাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।