ভাত নয় গাঁজা আমার প্রাণ, না খেলে চোখে দেখি না

0
127

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) থেকে : গাঁজা আমার প্রাণ, গাঁজাই আমার জান, গাঁজা না খেলে বাঁচে না আমার প্রাণ-এমনটিই বলছিলেন ৯৩ বছর বয়সী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী মাঝিপাড়া গ্রামের মুনতাজ ফকির সাধু।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী মাঝিপাড়া গ্রামের মুনতাজ ফকির সাধু কিশোর বয়স থেকেই গাঁজা সেবন করে আসছিল। সে বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছেন। ৬৫ বছর ধরে তার বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে সেবন ও বিক্রি করে আসছিলেন।

মুনতাজ সাধু’র স্ত্রী নাজমা বেগম বলেন, কিনে খেতে পারে না তো গাঁজার গাছ গাইরাই খায়। না খেলে তো চলে না, হার্টফেল করে।

এ ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মুনতাজ সাধুকে গাঁজা সেবন ও বিক্রি করা নিষেধ করলেও তা অমান্য করে দীর্ঘদিন যাবৎ তার বাড়ীতে গাঁজার গাছ লাগানোসহ তার বসত ঘরে গাঁজা সেবনের আসর ও বিক্রি করে আসছে। আমরা এলাকাবাসী মুনতাজ ফকিরের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।