ফেসবুক-নেটফ্লিক্সের পর টুইটার-জুমের ওপর ভ্যাট ইন্দোনেশিয়ায়

0
93

ফেসবুক, নেটফ্লিক্সের পর এবার টুইটার, জুমসহ ১২টি ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানের ওপরেও ১০ শতাংশ ভ্যাট বসাল ইন্দোনেশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের শুরুতে ইন্টারনেট-ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সেবা বিক্রির উপরে ১০ শতাংশ ভ্যাট দিতে হবে, এমন নীতিমালা কার্যকর করে ইন্দোনেশিয়া।

জুলাই মাসে দেশটি ঘোষণা দেয় যে, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি ১০ শতাংশ ভ্যাট দিতে হবে গুগল এশিয়া প্যাসিফিক, নেটফ্লিক্স এবং ফেসবুককেও।

করোনা মহামারিতে বাসা থেকে কাজ করা কর্মীর সংখ্যা বাড়ার ফলে অনলাইন ব্যবসাও অনেক বেড়েছে। ফলে অর্থনীতির ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি।

মঙ্গলবার ভ্যাট বসানো টুইটার, জুম ছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আছে-লিংকডিন সিঙ্গাপুর, টুইটারের দুইটি বিভাগ, স্কাইপ কমিউনিকেশনস, জুম ভিডিও কমিউনিকেশনস, অ্যান্টিভাইরাস সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাকাফি আয়ারল্যান্ড এবং মাইক্রোসফট আয়ারল্যান্ড।

চলতি বছরের ১ অক্টোবর থেকে বিজ্ঞাপনদাতা এবং অন্যান্য গ্রাহকের কাছ থেকে অবশ্যই কর আদায় করতে হবে প্রতিষ্ঠানগুলোকে, এমন নির্দেশনা দিয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।

যদিও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানগুলো।