রাজধানীর পর, এবার আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা চট্টগ্রামেও

0
74

রাজধানীর পর এবার চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যা ৬টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যক্তি ও যানবাহনের ঢোকা ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহনে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

রোববার (১৭ মে) বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। নির্দেশনা বাস্তবায়নে নগরীর সব প্রবেশপথ ও বিভিন্ন পয়েন্টে এরইমধ্যে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিএমপি কমিশনার।

নির্দেশনায় জানানো হয়, নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে আজ ১৭ মে, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে সিএমপির নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ বা বাইরে যেতে না পারে সেজন্য আজ সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, জরুরি সেবা ও রফতানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এ নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

বলা হয়, যথোপযুক্ত কারণ ব্যতীত কোনো ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বাহির হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিএমপির ডিসি (পিআর) মো. আবু বকর সিদ্দিক জানান, নগরবাসীকে এ নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Author