জাতীয়

সেন্ট মার্টিন নিয়ে শঙ্কার কিছু নেই: রিজওয়ানা হাসান

সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় একটি মাস্টারপ্ল্যানের চিন্তা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফেরত আসতে শুরু করেছে। দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে। এ জন্য জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে।’

তিনি আরও বলেন, ‘সেন্ট মার্টিন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। দ্বীপটি বাঁচানো গেলে সব আশঙ্কা দূর হবে। এই দ্বীপ রক্ষা করা অত্যন্ত জরুরি।’

দেশের সব শপিং সেন্টার শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, ‘পাট ও বস্ত্র মন্ত্রণালয় পাটের ব্যাগ উৎপাদনের ব্যবস্থা নেবে। ফলে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের ব্যাগ কিনতে পারবেন।’

মব জাস্টিসের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে এখনো যেসব মব জাস্টিসের ঘটনা ঘটছে, তার তীব্র নিন্দা জানাই। তবে এসব ঘটনার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও সংবাদ