দেশজুড়ে

‘সংস্কার ছাড়া নির্বাচন হলে আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে’

রাষ্ট্রের সব অঙ্গ রাজনীতিকরণ এবং দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,‘দুর্নীতি ও দলীয়করণে রাষ্ট্রের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠা তছনছ করা হয়েছে। এগুলো অবশ্যই সংস্কার করতে হবে। এসব সংস্করে যেটুকু সময় লাগে, তা সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতীয় মুক্তি আসবে না এবং সেই নির্বাচন আর একটা ফ্যাসিবাদের জন্ম দেবে।’

আজ শনিবার বেলা ১১টায় যশোর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংস্কারের পর মানবতাবিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে। বিচারের কাজে সময় বেঁধে দেওয়া যায় না। এজন্য আমরা দিনক্ষণ বেঁধে দিয়ে চাপ দিতে চাই না।আমাদের আশঙ্কা তা যদি এবার না হয়, তাহলে কোনো রাজনৈতিক সরকার আসলে এসব সংস্কার ও মানবতাবিরোধীদের বিচার ব্যাহত হতে পারে।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি। কারণ, স্থানীয় সরকারের সমস্ত কর্মসূচি এখন সরকারি অফিসারদের হাতে আবদ্ধ। এতে দুর্নীতি, ব্যক্তি পূজা, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাতের সুযোগ তারা পেয়ে যাচ্ছে। বর্তমান সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি।’

‘এজন্য কোনো রাজনৈতিক সরকার আমলে নির্বাচন হলে আমরা আশঙ্কা করি স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে তারা জোর করে পেশি শক্তি এবং কালো টাকা দিয়ে সরকারের শক্তি ও প্রভাব দেখিয়ে মেম্বার, চেয়ারম্যান মেয়র সব তাদের লোকজন বের করে নিতে পারে। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছি’, বলেন এই নেতা।

তিনি আরও বলেন, ‘আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছি। এটা ফেয়ার ইলেকশান হওয়ার একটা ভালো পদ্ধতি। এই নির্বাচনে মানুষ দলকে ভোট দেবে, ব্যক্তিকে নয়। ব্যক্তি যখন প্রার্থী না হয়, ব্যক্তির স্বার্থ যখন থাকে না তখন কালো টাকা ও পেশি শক্তি ব্যবহারের আশঙ্কা কমে যায়, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দলের ভোটের আনুপাতিক হারে ৩০০ আসনের পার্লামেন্টে আনুপাতিক হারে আসন পাবে। এজন্য সংখ্যনুপাতিক পদ্ধতি, স্থানীয় নির্বাচন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার-এগুলো সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে আমরা সে নির্বাচনে যেতে রাজি আছি।’

স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের অনেক পরে স্বাধীন হওয়া অনেক দেশ অনেক উন্নত হয়েছে। কিন্তু আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে এখনো জাতীয় ঐক্যই করতে পারিনি। ঝগড়াঝাঁটি, বিভেদ, বিতর্ক, অনৈক্য ও অতীতের অনেক মীমাংসিত ও অপ্রয়োজনীয় ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছেই। এবারের নির্বাচনে সেই ষড়সন্ত্রকারীদেরকে পরাজিত করতে হবে।’

অনুষ্ঠানে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সহকারি সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলার রুকনরা শিক্ষা শিবিরে অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ