ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস চাপায় নারীর মৃত্যু


আরিফুল ইসলাম শ্যামল: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘরে বাস চাপায় অজ্ঞাত (৪৫) নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রী ছাউনীর সামনে এই ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অসাবধান বসত ওই নারী হাইওয়ে লেন পারাপার হ”িছল। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনা¯’লেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ফুট ওভারব্রিজ ব্যবহার না করে ওই নারী হাইওয়ে সড়ক পারাপার হ”িছল। মাওয়ামুখী একটি গাড়ির ধাক্কায় সে মারা যায়। লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, রাস্তা পারাপারের সময় ওই মহিলাকে টুংঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি বাস চাপা দিয়ে চলে যায়। ঘটনা¯’লেই তার মৃত্যু হয়। তার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। পিবিআই টীমকে খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হবে।