জাতীয়

“আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন” শীর্ষক গবেষণার সেমিনার

অদ্য ১৮ জুন, ২০২৫ বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত “আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন” শীর্ষক গবেষণার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান; অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, উপ- উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ড.শাহ্‌ মোঃ হেলাল উদ্দীন, অতিরিক্ত সচিব (ভৌত অবকাঠামো বিভাগ), পরিকল্পনা কমিশন এবং মোঃ মাহমুদ আলী, পরিচালক (অতিরিক্ত সচিব), নগর উন্নয়ন অধিদপ্তর উপস্থিত ছিলেন।

এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে “আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন” শীর্ষক গবেষণার বিষয়ে উপস্থাপন করা হয়। আড়িয়াল বিল সংশ্লিষ্ট গবেষণার উদ্দেশ্য ছিল আড়িয়াল বিল সংলগ্ন এলাকার আর্থ সামাজিক অবস্থা ও বিদ্যমান সমস্যা বিশ্লেষণ, আড়িয়াল বিল ও সংলগ্ন এলাকার ভূমি ব্যবহার পরিবর্তন সম্পর্কে ধারণা অর্জন, আড়িয়াল বিল এর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সুপারিশ প্রদান করা। সেমিনারে উল্লেখ করা হয় যে, আড়িয়াল বিল সংলগ্ন এলাকার অপরিকল্পিত ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণে বিলের সীমানা নির্ধারণপূর্বক সমগ্র মুন্সীগঞ্জ জেলার জন্য একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।

এই বিভাগের আরও সংবাদ