শরীয়তপুরে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী গিয়ে শেষ হয়। সেখানে নতুন আহ্বায়ক কমিটির সমালোচনা করে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার, বাবু মাদবর, আফজাল খান, কাইয়ূম, ইসহাক সরদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, ছাত্রদলের তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বয়স্ক ও অছাত্রদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
এজন্য আমরা সবাই ওই কমিটি প্রত্যাখান করেছি। কমিটি বাতিল না হওয়া পযর্ন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। সড়ক অবরোধ ও অনশনের মতো কর্মসূচি দেওয়া হবে। তারা আরো বলেন, আমরা বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ৯ দিন ধরে আন্দোলন করছি। এভাবে চলতে থাকলে শরীয়তপুরে ছাত্রদলের সাংগঠনিক কাঠামো ভেঙে যাবে। দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। মোট ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকিরকে।
তিনি পেশায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। সদস্য সচিব করা হয়েছে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারকে। এ কমিটির তালিকা প্রকাশ করলে কমিটির ৫ জন যুগ্ম আহ্বায়কসহ একটি পক্ষ কমিটি বাতিলের দাবি জানায়। তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের ও জেলা বিএনপির নেতাদের অবগত করেছেন। কিন্তু কোনো পক্ষই তাদের বিষয়টির সুরাহ করতে পারেনি। ফলে ওই পক্ষ কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে। তারা কমিটি ঘোষণার পর থেকেই উক্ত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে।
তারা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মশালমিছিল, কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষ মারমুখি অবস্থানে থাকায় শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির গণমাধ্যমে বলেন, আমরা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই একত্র হয়ে ছাত্রদলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পদবঞ্চিত একটি পক্ষ তা মানতে চাচ্ছে না। ছাত্রদল সূত্রে জানা গেছে, ২০২১ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এরপর চার বছর ধরে জেলায় ছাত্রদলের কোনো কমিটি ছিল না। ৩ জুন কেন্দ্রীয় ছাত্রদল শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com